Full width home advertisement

Post Page Advertisement [Top]



  Windows Password recovery  


আমরা আমাদের নিরাপত্তার জন্য কম্পিউটারে Log In password ব্যবহার করি। কিন্তু যখন সেটা ভুলে যায় সমস্যা শুরু ঠিক তখন থেকে। তখন মনে হয় একবার যদি Log in করতে পারতাম তাহলে গুরুত্বপূর্ণ Data গুলো অন্য Drive-এ নিয়ে আবার Windows install করতাম! কিন্তু ওটা করতে হলে আগে তো log in হতে হবে!!
তাই অন্য কোন উপায় না দেখে আমাদেরকে windows টা আবার install করতে হয়। এই উপায়ে C drive বা Desktop-এ থাকা Data গুলো আর পাওয়া যায়না। কিন্তু কোনভাবেই কি এই password ভেঙ্গে Log in করা যায়না? হ্যাঁ, যায়। যারা এই ধরনের কিছু খুঁজছেন তাদের জন্যই আমার এই Post.


যেভাবে করবেন :


এই কাজের জন্য আপনাকে প্রথমে একটি Software ডাউনলোড করতে হবে।
Software টি ডাউনলোড করতে নীচে ক্লীক করুন

ডাউনলোড শেষ হলে ফাইলটি Unzip করুন, একটা ISO file পাবেন। এবার ISO burner দিয়ে blank CD write করুন। ISO burner না থাকলে Winrar অথবা 7zip দিয়ে ISO file টি Extract করুন ও CD তে write করুন।


এখন CD burn করা হয়ে গেলে ঐ CD আপনার PC-তে Insert করে Restart দিন। আপনি যদি সঠিক ভাবে CD টি write করে থাকেন এবং Boot option-এ CD-DVD drive active করা থাকে তাহলে CD টি automatic চালু হবে।
এখন শুধু Screen এ আসা Method গুলো অনুসরন করুন এবং wait করুন। Password automatic ভাবে delete হয়ে যাবে এবং আপনি আপনার PC-তে প্রবেশ করতে পারবেন।

ছবিসহ বিস্তারিত জানতে এই link-এ যান।


Software টির নাম ও এর সম্পর্কে বিস্তারিতঃ


Pros:-

1.Very fast password cracking tool
2. No access to Windows or knowledge of old passwords is needed
3. Program is completely free and open source, which means it will likely stay free
4.Works with Windows 7, Windows Vista, and Windows XP passwords (and some older Windows versions)
5.Program’s ISO image is much smaller than those of other password recovery tools

Cons:-
1.Offline NT Password tool is completely text based which is a little inconvenient
2. ISO image must be burned to a CD before passwords can be reset

Description :-
1. Offline NT Password & Registry Editor can delete any password from nearly any installation of Windows almost instantly.
2. No installation in Windows is required making this program an easy alternative to many other password recovery tools.
3. Offline NT Password & Registry Editor simply deletes passwords instead of displaying them making it fast and easy to use.
4. Offline NT Password & Registry Editor is completely free to download and use.
5. Offline NT Password & Registry Editor works with all popular Windows versions including Windows 7, Vista, XP and more.
6. Tool will also remove passwords from 64-bit versions of Windows 7 and Windows Vista.
আরো বিস্তারিত জানতে নিচের  link-এ যান :
Link কাজ না করলে Comment করে জানাবেন।

ভাল লাগলে জানাবেন; উৎসাহ পাব।  ধন্যবাদ...

1 comment:

Anonymous said...

Suprb.....

Post a Comment

Bottom Ad [Post Page]